স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় জাতীয় যুব দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা,ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নে যুবদের অনেক ভূমিকা রয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল কারিগর হবে যুব সমাজ। যুব সমাজকে দক্ষ করে গড়ে তুলতে পারলেই কর্মসংস্থানের অভাব হবে না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক আশীষ কুমার মন্ডল। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জ্যোৎস্না আরা। এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা উপরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস।