স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জাতীয় রিক্সা-ভ্যান শ্রমীক লীগ রেজিঃ বি ২০০২ এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় রিক্সা-ভ্যান শ্রমীকলীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে গতকাল বিকাল সাড়ে ৩টায় শহরের সিটি কলেজ মোড়স্থ সংগঠনের নিজস্ব কার্যালয় রিক্সা ভ্যান শ্রমীক লীগের সভাপতি মো: রেজওয়ান আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাতীয় রিক্সা-ভ্যান শ্রমীক লীগের জেলা সাধারন সম্পাদক মো: মোশারাফ হোসেন, সহ-সভাপতি মো: জাফর আলী, যুগ্ম সাধারন সম্পাদক মো: মিলন হোসেন, সহ-সম্পাদক মো: মিজানুর রহমান, প্রচার সম্পাদক মো: সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: মফিজুল ইসলাম। বক্তারা বলেন, জাতীয় রিক্সা-ভ্যান শ্রমীক লীগ একটি শক্তিশালী সংগঠন দেশের সকল আন্দোলন সংগ্রামে আমাদের ভূমিকা রয়েছে। আগামী নৌকার মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে হবে। সভা শেষে সংগঠনের সভাপতি রেজওয়ান আলী অতিথিদের সাথে নিয়ে কেক কেটে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।