বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেবহাটায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন মুহাদ্দিস রবিউল বাসার শ্যামনগরে বিএনপি’র দু—গ্রুপের সংঘর্ষ,রণ ক্ষেএ, ১৪৪ ধারা জারী, ভাংচুর,সদস্য সচিব অবাঞ্চিত ঘোষনা,সেনা পুলিশ উপস্থিতি রংপুর বিভাগে আবারও শৈত্যপ্রবাহ, বেড়েছে শীতজনিত রোগ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম রপ্তানি পণ্যে হিসেবে নতুন মাত্রা যোগ করেছে কৃষিপণ্য খুলনা সদর থানার ওসির অপসারণ দাবি বিএনপির হাসিনার আমলে লুট হয় ১৭ বিলিয়ন ডলার ফিনল্যান্ডের রাষ্ট্রপতিকে ড. ইউনূস অপরাধের দায় স্বীকার না করে আ. লীগ রাজনীতিতে ফিরতে পারবে না: প্রেস সচিব মহার্ঘ ভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরায় জাতীয় সংবিধান দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংবিধান দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা”এই প্রতিপাদকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, বহু কষ্টে অর্জিত আমাদের স্বাধীনতা। ১৯৭২ সালে তৎকালীন সময়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের গুণী ব্যক্তিদের সমন্বয়ে সংবিধান তৈরি করা হয়। সংবিধানের শুরুতে বাংলাদেশের চিত্র আর আজকের বাংলাদেশ অনেক তফাৎ। তখন বাংলাদেশে কিছুই ছিল না আজ বঙ্গবন্ধুর কন্যার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নশীল দেশের কাতারে। কিন্তু মাঝখানে সংবিধানের কিছু অংশ পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশের সংবিধান মেনে সবকিছু করা হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা আলীগের সভাপতি সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক, প্রফেসর আমানুল্লাহ আল হাদী,অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মোঃ আমিনুর রহমান,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু, অতিঃ জেলা প্রশাসক আইসিটি মোঃ সরোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সামাজিক বন বিভাগের কর্মকর্তা মোঃ মারুফ বিল্লাহ,বিসিকের ডিডি গোলাম সাকলাইন, বিএডিসির ডিডি মনোয়ার হোসেন খান, জেলা শিক্ষা অফিসার শাহাজাহান আলম, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি, এলজিইডি সহকারী প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান, জেলা সমাজসেবার ডিডি সন্তোষ কুমার নাথ সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিঃ জেলা প্রশাসক সার্বিক শেখ মইনুল ইসলাম মঈন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com