ধুলিহর প্রতিনিধি: সাতক্ষীরায় ৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিত-২০২৩ এর ক জোনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ডিবি ইউনাইটেড হাই স্কুল ফুটবল মাঠে ডিবি ইউনাইটেড হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মো: মমিনুর রহমান মুকুল, ধুলিহর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (বাবু সানা) ডিবি ইউনাইটেড হাই স্কুলের বিদ্যুৎসাহী সদস্য শেখ আব্দুল আহাদ, ডিবি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাদুল ইসলাম প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি নুর ইসলাম, ডিবি ইউনাইটেড হাই স্কুলের সরকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, সহকারী শিক্ষক ফয়জুল হক বাবু, সুকুমার সরকার, রমেশ চন্দ্র সরদার, ডা. মো. জিয়াউর রহমান, হযরত আবুবকর সিদ্দিক (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা স্বদেশ মল্লিক, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান প্রমুখ। সাতক্ষীরায় ৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিত-২০২৩ এর ক জোনের ফাইনাল খেলায় অংশ নেয় ডিবি ইউনাইটেড হাই স্কুল বনাম হযরত আবুবক্কর (রা.) ইসলামিয়া কামিল মাদরাসা। খেলায় ডিবি ইউনাইটেড হাই স্কুল হযরত আবু বক্কর (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসার মধ্যকার খেলা নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে ১টি গোল করে জয়ের লক্ষ্যে পৌছে যায় ডিবি ইউনাইটেড হাই স্কুল। ফলে ১-০ গোলে হযরত আবুবক্কর (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসাকে পরাজিত করে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার ম্যাচ রেফারী ছিলেন কনক কুমার মাঝি, এসময় খেলায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী এবং হাজার হাজার ফুটবল প্রেমিক দর্শকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো: মুকুল হোসেন।