বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং প্রাইম ব্যাংক এর পৃষ্ঠপোষকতায় ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় গতকাল সাতক্ষীরা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৩-২৪ উদ্বোধন হয়। খেলায় পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় ও কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের অংশ নেন। পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় টসে জিতে ব্যাট করতে নেমে ২৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯১ রান করে। জবাবে কারিমা মাধ্যমিক বিদ্যালয় ব্যাট করতে নেমে ১০.৪ ওভারে ১টি উইকেট হারিয়ে ৯৬ রান করে। ফলে কারিমা মাধ্যমিক বিদ্যালয় ৯ উইকেটে জয়লাভ করে। খেলায় আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন খন্দকার কবির হাসান ও ফারুকার রশিদ, স্কোরার ছিলেন ইসরাইল হোসেন খোকন। আজ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।-প্রেস বিজ্ঞপ্তি