স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ৫০তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় গতকাল বিকালে সাতক্ষীরা সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আব্দুলাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, এসময় জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উলেখ্য ক্রীড়া প্রতিযোগিতা গত ২রা মার্চ শুরু হয়।