স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় জাতীয় ৪১ তম ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় গতকাল সকাল ৯ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধাঃ সম্পাদক মোঃ সাইদুর রহমান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান তিনি খেলা উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু। অন্যন্যা মধ্যে উপস্থিত ছিলেন, সদস্য মোঃ মনিরুজ্জামান কাকন, ফারহা দীবা খান সাথী, ইকবাল কবির খান বাপ্পী,কাজী কামরুজ্জামান খোকন,আ,ম আখতারুজ্জামান মুকুল, মোঃ রাশেদুজ্জামান, বিসিবির আম্পায়ার রিয়াজুল ইসলাম সহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় হবিগঞ্জ জেলা দল বনাম নাটর জেলা দল অংশগ্রহণ করে। নাটোর জেলা টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। হবিগঞ্জ জেলা ব্যাট করতে নেমে ৪৭ ওভাওে সবকটি উইকেট হারিয়ে ১৫০ রান করে। দলের আব্দুল কুদ্দুস ৫২ রান করে। প্রতিপক্ষের যোনায়েদ ৩টি উইতেট লাভ করে। জবাবে নাটোর জেলা ব্যাট করতে নেমে ৩৯.৩ ওভারে ৪ টি উইকেট হারিয়ে ১৫১ রান করে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের রাশেদুজ্জামান ৬৫ ও তুষার সরকার ৫৩ রান করে। ফলে নাটোর জেলা ৬ উইকেটে জয়লাভ করে। সাতক্ষীরায় অংশগ্রহকারী জেলাসমূহ হল নাটোর, হবিগঞ্জ, চট্টগ্রাম ও কিশোরগঞ্জ। খেলা ১০-১৭ মার্চ খেলা চলবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোঃ ইদ্রিস আলী বাবু।