মীর আবু বকর ॥ পবিত্র মাহে রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছেন। মাহে রমজান রহমত মাগফেরাত ও নাজাতের মাধ্যমে শেষ হয়। ইসলামের দৃষ্টিতে হিজরী সনের রমজান মাসের শেষ জুমা জুমাতুল বিদার ফজিলত অনেক বেশি। মাহে রমজানের শেষ জুমাকে জুম্মাতুল বিদা বলা হয়। এ জন্য বিশ্ব মুসলিম উম্মাহর কাছে জুমাতুল বিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল ২৫ শে রমজান পবিত্র জুম্মাতুল বিদা উপলক্ষ্যে সারা দেশের ন্যায় সাতক্ষীরা মসজিদ গুলিতে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। জেলার মসজিদে কোবা, সদর হাসপাতাল জামে মসজিদ, আমিনিয়া জামে মসজিদ, সদর থানা জামে মসজিদ, সুলতানপুর মোসলেমা জামে মসজিদ, কোট জামে মসজিদ, সাতক্ষীরা কালেক্টরেট জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে জুম্মার আযানের পূর্বে ধর্মপ্রাণ মুসল্লীরা বেশ আগেভাগে মসজিদে আসতে শুরু করে। নির্ধারিত সময়ের আগেই মসজিদে মুসল্লী কানায়-কানায় পরিপূর্ণ হয়ে যায়। মসজিদের মধ্যে জায়গা সংকুলান না হওয়ায় মসজিদের পার্শ্ববর্তী স্থানে বিছানা পেতে জামাতে অংশগ্রহণ করেন মুসল্লিরা। পবিত্র ঈদের দিনের মত উৎসাহ উদ্দীপনা অভিভাবকদের সাথে জুমায় আসেন কোমলমতি শিশু-কিশোররা। জুম্মার সালাতে পূর্বে ইমাম সাহেব পবিত্র মাহে রমজানের গুরুত্ব ফজিলত নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জুম্মার নামাজ শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। ইমামের সাথে সাথে কান্না জড়িত কন্ঠে মহান রবের কাছে পরকালের মুক্তির জন্য মন খুলে দোয়া করেন। একইসাথে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য এবং শান্তি কামনায় করেন মুসল্লিরা। সাতক্ষীরার সকল মসজিদে এমনই দৃশ্য লক্ষ্য করা যায়।