স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি আলহাজ্ব একে ফজলুল হক কে ফুলেল শুভেচ্ছা প্রদান ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় জেলা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের উপদেষ্টা কর্মকর্তা ও সকল সদস্যদের উপস্থিতিতে আলহাজ্ব একে ফজলুল হকের নিজস্ব বাস ভবনে উক্ত ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। শুভেচ্ছা প্রদান কালে সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে গন মাধ্যমের ভূমিকায় ছিল মুক্তিকামী জনতার পক্ষে, এজন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে সাংবাদিকদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নের কথা জনগনের মাঝে তুলে ধরতে হবে। তিনি আরো বলেন সাতক্ষীরার জনপথ আ’লীগের নেতৃত্বে এগিয়ে যাবে। দেশের উন্নয়নের সুফল যেন সাতক্ষীরা বাসী ভোগ করতে পারে সেজন্য সাংবাদিকদের সজাগ থাকতে হবে। তিনি সাংবাদিকদের তাদের লেখনির মাধ্যমে সাতক্ষীরার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের কথা তুলে ধরার আহবান জানান এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হকের শারিরীক সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি এসএম মহিদার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক এবং সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের উপদেষ্টা জিএম নূর ইসলাম, সংগঠনের সহসভাপতি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দিন, মোঃ তৌফিকুজ্জামান লিটু, হাসান গফুর, শাহনেওয়াজ মাহমুদ রনি, মাজহারুল ইসলাম, মো: মনিরুজ্জামান মনি, জিএম সোহরাব হোসেন, মো: সাইফুল আযম খান মামুন, মোঃ আমিরুল ইসলাম, মোঃ ইদ্রিস আলী, অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, মো: আব্দুল আলিম, মো: আতিকুজ্জামান, আবীর হোসেন লিয়ন, মোতাহার নেওয়াজ মিনাল, মো: জাহিদ হাসান, গোলাম মোস্তফা, মো: শফিকুল ইসলাম, প্রতিনিধি মো: কামাল উদ্দীন সরদার, হাফেজ মো: আবুল হোসেন, মো: রুহুল আমিন, মো: মনিরুজ্জামান, জিএম মনিরুল ইসলাম, মো: অহিদুজ্জামান, মো: হাসান ইকবাল মামুন, মো: রিয়াজুল ইসলাম, মনিরুজ্জামান, রুস্তম হোসেন ও কামাল হোসেন, আতিয়ার রহমান, আছাদুজ্জামান লিটন, মো: সামিউল ইসলাম, মো: লালটু হোসেন প্রমূখ।