স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় জেলা পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুজিবর রহমান, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কলারোয়া পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল, জেলা পরিষদের সদস্য ইন্দ্রজিৎ দাশ, শেখ আমজাদ হোসেন, সৈয়দ আমিনুর রহমান বাবু, মোঃ নজরুল ইসলাম, শেখ ফিরোজ কবির, মোঃ আব্দুল হাকিম, গোলাম মোস্তফা, সংরক্ষিত সদস্য মাহফুজা সুলতানা রুবি, শিল্পী রানী মহলদার। এছাড়া জেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারী, উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ খলিলুর রহমান।