স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা রশিদের সাথে জেলা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টায় চেয়ারম্যানের অফিস রুমে জেলা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান-উজ- জামানের নেতৃত্বে সৌজন্য সাক্ষাত শেষে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা রশীদ কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম গাজী, বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান-২, বীর মুক্তিযোদ্ধা মৃত শেখ মোর্তেজার স্ত্রী সাজেদা খাতুন, বীর মুক্তিযোদ্ধা সাবুর আলী সরদার, বীর মুক্তিযোদ্ধা মো: কামরুচ্চামা, বীর মুক্তিযোদ্ধা এরশাদ হোসেনের পুত্র আশরাফুল হাসান প্রমুখ।