শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নূরনগরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী প্রতিযোগিতা ও সংস্কৃতি অনুষ্ঠান শ্যামনগরে পানি সংরক্ষনের জন্য ড্রাম বিতরণ শ্যামনগরে সুপেয় পানির আরও প্লান্ট উদ্বোধন করলেন ইউএনও রনী খাতুন জলাভূমির অস্তিত্ব বিপন্ন হতে দেওয়া যাবে না কর্মশালায় অতিরিক্ত সচিব মোঃ আক্তারুজ্জামান শিবপুর ও কুশখালীর জলাবদ্ধতা এলাকা পরিদর্শনে সদর ইউএনও আশাশুনিতে তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত আশাশুনিতে শাক—সবজী বীজ বিতরণ ও চাষী প্রশিক্ষন কয়রায় শিশুদের আনন্দদানে ও মেধা বিকাশে শিশু মেলা নতুন নির্বাচনী সামগ্রীতে এয়োদশ সংসদ নির্বাচন ## প্রয়োজনের অতিরিক্ত মালামাল কেনায় নিরুৎসাহিত এবং ব্যয় সংকোচনের পরামর্শ কমিশনের ## তিন লাখ ভোট কক্ষের জন্য ৭০ ধরণের সামগ্রী, সময় লাগবে ৬—৭ মাস ## দ্বাদশ সংসদের বেশির ভাগ মালামাল ব্যবহারে অনুপযোগী জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান আজ

সাতক্ষীরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রেস ব্রিফিং

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা একটি ক্রীড়াপ্রেমী মানুষের জেলা। এই জেলায় জন্মগ্রহণ করা অনেক খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের হয়ে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে বাংলাদেশকে গর্বিত করেছে। এখানের মানুষের অন্যতম পছন্দের একটি খেলা হলো ফুটবল। গতকাল দুপুরে অতি: জেলা প্রশাসক সার্বিক ও জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজকক কমিটির আহবায়ক কাজী আরিফুর রহমান ফুটবল টুর্নামেন্ট ২২ উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি আরো বলেন মহামারী করোনায় মানুষ ঝমিয়ে পড়েছে। খেলাধুলার প্রতি আগ্রহকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও জাকজমকপূর্ণ পরিবেশে মাঠে গড়াচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২। এতে অংশগ্রহণ করবে সাতক্ষীরার সাত উপজেলার সাতটি দল এবং পৌরসভার একটি দল। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আগামী ০২ মার্চ, থেকে ১১ মার্চ, পর্যন্ত ১০ দিনব্যাপী সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট আয়োজনে জেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে জেলা ফুটবল এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থা। প্রথম দিনের খেলা দুপুর ২টা ৩০ মি: সাতক্ষরিা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফুটবল ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ও জাতীয় ফুটবল দলের সাবেক দুর্দান্ত স্ট্রাইকার মোহাম্মদ আলফাজ আহমেদ। খেলা অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ এবং সাতক্ষীরা জেলার সর্বস্তরের ফুটবলপ্রেমীকে সবান্ধব উপস্থিত থাকার জন্য আহবান করেছেন। এসময় উপস্থিত ছিলেন, এনডিসি নুরুল আমিন, জেলা ফুটবল ফেডারেশন সভাপতি শেখ নাসেরুল হক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, ডা: জয়েন্ত সরকার, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা আনছার কমান্ডেট মুর্শিদা খানন, পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, আবু আফফান রোজ বাবু, কাজী আক্তার হোসেন, শামিমা পারভিন রতœা সহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com