স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় জেলা প্রশাসক লেগ স্পিন হান্ট এর বাছাইকৃত খেলোয়াড়দের মাঝে কিটস্ বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি খেলোয়াড়দের মাঝে কিটস্ বিতরণ কালে বলেন, সাতক্ষীরা ক্রীয়া অঙ্গনের সুতাকার। এখান থেকে সকল খেলার তৈরি করা হয়। জেলার কৃতি সন্তানরা বিভিন্ন খেলার মাধ্যমে বরন্য খেলোয়াড় হিসেবে সাতক্ষীরা কে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছেন। শুধু খেলা করলে চলবে না পাশাপাশি লেখাপড়া চালিয়ে যেতে হবে। প্রচেষ্টা থাকলে একদিন সফল খেলোয়াড় হিসাবে পরিচিত করতে পারবা। লেগ স্পিন হান্ট খেলার মধ্যে একটু গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য ছোটদের মাধ্যম দিয়ে লেগ স্পিন হান্ট তৈরীর জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসময় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধাঃ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম সাধাঃ সম্পাদক মোঃ সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী কামরুজ্জামান,জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধাঃ সম্পাদক ফারহা দীবা খান সাথী, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শিমুন শামস্, ইকবাল কবির খান বাপ্পি, মোঃ আলতাফ হোসেন, শেখ হেদায়েতুল ইসলাম, বিসিবির কোচ মুফাচ্ছিনুল ইসলাম তপু। জেলার সকল উপজেলা থেকে প্রথমে ৯০ কে জন বাছাই করা হয়। পরে জেলা পর্যায়ে তাদের মধ্যে থেকে ২৫ জন বাছাইকৃত খেলোয়াড়ের মাঝে কিটস্ বিতরণ করা হয়। তারা সকলেই জেলার প্রত্যন্ত অঞ্চলের সন্তান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খন্দকার আরিফ হাসান প্রিন্স।