স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম), জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু। বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ভোরে সেনাবাহিনীর বিপথগামী কিছু সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেননি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা, বঙ্গবন্ধুর পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল সহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এসময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রানে রক্ষা পান। তরুন প্রজন্ম বঙ্গবন্ধুর হত্যার যে তথ্য জানেনা সেটা জানাতে হবে। স্বাধীনতা অর্জন আমাদের অনেকেই মেনে নিতে পারিনি। বঙ্গবন্ধুকে স্বপরিবারে মুছে দিতে চেয়েছিল। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অনেক এগিয়ে গেছে। শোক থেকে শক্তিতে পরিনত করে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি স¤প্রসারনের অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা বিএম রাজ্জাক। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজা রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণুপদ পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোহাম্মাদ শাকিউল আযম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান, সদর থানার ওসি মো: মহিদুল ইসলাম, ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ, সহ জেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী এবং জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীরা। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। বঙ্গবন্ধুর স্মরনে বৃন্দ আবৃত্তি ও দলীয় সঙ্গীত পরিবেশ করা হয়। ১৫ই আগষ্ট শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন পুরাতন কোর্ট মসজিদের ইমাম হাফেজ কারী শেখ ফিরোজ আহমেদ। এর পূর্বে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের স্মরনে এক মিনিট নীরবতা পালন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন।