স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় জেলা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তৃণমূল বিএনপির কর্মসূচী সামনে রেখে তুফান কনভেনশন সেন্টারে জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, শেখ তরিকুল হাসান, হাবিবুর রহমান হাবিব প্রমুখ। এছাড়া পৌর উপজেলা, জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম।