স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় জ্যৈষ্ঠ প্রথম সপ্তাহে কালবৈশাখীর চোখ রাঙ্গানো দেখলো জেলাবাসী। গতকাল ছিল বাংলা মাসের জ্যৈষ্ঠের সপ্তম দিন শনিবার। সারাদিন প্রখর রৌদ্র আর খরাতাপে জনজীবন ছিল বিপর্যস্থ। বিকালে আবহাওয়া একটু প্রশান্ত অনুভব করা গেলেও গরম যেন পিছো ছাড়েনি। যাইহোক সন্ধ্যা ৬টা হঠাৎ শুরু হয় প্রবল বৃষ্টি। আকাশে মেঘের মুহুর মুহুর গর্জনে প্রকম্পিত হয় শহরবাসী। ঝড় আর বিদ্যুৎ বজ্রপাতে মনে হলো কালবৈশাখী যে আমাদের ছেড়ে এখনও যায়নি। শুরু হয় প্রবল বৃষ্টি তবে কিছুক্ষন বিশ্রাম দিয়ে আবারও গুড়ি গুড়ি বৃষ্টি দেখা দেয় এমন অবস্থা প্রায় রাত ৯টা অবধি। বলছি শহরের কথা কিন্তু জেলার বিভিন্ন এলাকার একই চিত্র খবর পাওয়া গেছে। বিশেষ করে উপকুল এলাকায় বৃষ্টির পাশাপাশি বৈশাখের দমকা হাওয়া ছিল বেশ লক্ষনীয়। গতকাল হঠাৎ বৃষ্টিতে গন্তব্যে পৌছাতে চরম বিড়ম্বনার সৃষ্টি হয় শহরগামী যাত্রী সাধারনের। এখন চলছে মধুমাস, গাছে ঝুলছে পাকা আম, লিচু, জামরুল সহ রসাল ফল। ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে রসালো ফলের। বৃষ্টি জনজীবনের জন্য স্বস্তির অন্যতম হলেও ঝড়কে নাগরিক জীবন ভালভাবে গ্রহন করে না। কেবল ঝড় ছাড়া স্বাভাবিক ভাবে কেটে যাক বছরের বাকি মাসগুলি।