স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় টেকসই উন্নয়নের লক্ষ্যে যুব ক্ষমতায়ন শীর্ষ সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় গতকাল বেলা ১১ টায় শহরের চালতেতলা ক্যাথলিক চার্চ খিষ্টান মিশন মাঠে সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে যুব সম্মেলনে টেকসই উন্নয়নে যুব সদস্যদের টার্গেট, উল্লেখযোগ্য অর্জন, শিক্ষনীয় বিষয়, চ্যালেঞ্জ, ভবিষৎ পরিকল্পনা উপস্থাপনা করেন, ধর্মীয় নেতাদের নিয়ে সামাজিক সংহতি, শান্তি-সম্প্রীতি বিষয়ে গোল টেবিল বৈঠক। উপকূলীয় এলাকায় জলবায়ূ পরিবর্তন-জনিত প্রেক্ষাপটে নারীর দক্ষতা উন্নয়ন ও স্বাস্থ্যসেবা প্রাপ্তির চ্যালেঞ্জ সমুহ সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু। তিনি বলেন, সাতক্ষীরা একটি উপকূলীয় জেলা এখানে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকে। দুর্যোগ কালীন সময়ে যুবকদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে থেকে সহায়তা করতে হয়। তৃণমূল পর্যায়ে কাজের জন্য যুবকদের ভূমিকা সবচেয়ে প্রশংসনীয়। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র মোঃ আনোয়ার হোসেন মিলন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী, সাতক্ষীরা সদর হাসপাতাল মেডিকেল অফিসার ডাঃ রাহুল দেব রায়। উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার করবী সুলতানা,জেলা মন্দির সমিতির সাধাঃ সম্পাদক নিত্যানন্দ আমিন, সাবেক ব্যাংক কর্মকর্তা হেনরী সরদার, প্রকল্প সমন্বয়কারী মোঃ তহিদুজ্জুামান (তহিদ), ইন্সপেরিটর জিনাত রহমান মেলোডি, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য, ইয়ূথ পিয়ার গ্রুপ ফেলো রিচার্ড হালদার। যুব সম্মেলনে সাতক্ষীরা সদরের ফিংড়ি, ব্রক্ষরাজপুর,পৌরসভা ও তালা উপজেলার নগরঘাটা ধানদিয়া ইউনিয়নের ১২ টি যুব সংঘ থেকে ৩০০ জন যুব সদস্য উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মাসুদ রানা, সাকিব হোসেন বৈশাখী সুলতানা,হৃদয় মন্ডল।