স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ট্রাক মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল চালকের করুন মৃত্যু হয়েছে। গতকাল বেলা ২টায় ৪০ মিনিটে শহরের খড়িবিলা সংলগ্ন বাইপাস সড়কে মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত তালা থানার মোবারকপুর গ্রামের বাসিন্দা আলহাজ্ব সিরাজুল ইসলামের পুত্র শেখ আব্দুলাহ (৩০)। স্থানীয় সূত্রে জানাগেছে, আব্দুলাহ মেডিকেলের দিক থেকে আসছিল অপর দিক দিয়ে খুলনা মেট্রো-শ-১১-০৪৭৯ নং দ্রুতগামী ট্রাক মটর সাইকেল সামনে ধাক্কা দিলে মটর সাইকেলটি দুমড়ে মুচড়ে ছড়িয়ে যায়। এসময় ঘনটাস্থানে আব্দুলার মৃত্যু হয়। তাৎক্ষনিক ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে নেমে যায়। ঘাতক চালক ট্রাক ফেলে চলে যায়। সদর থানার এসআই অনিল কুমার দৃষ্টিপাতকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থান থেকে তার লাশ ও ট্রাক উদ্ধার করা হয়েছে। ঘাতক চালক পলাতক রয়েছে। সুরাত হাল শেষে লাশ মর্গে প্রেরন করা হবে।