স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ১ শিশুর করুন মৃত্যু। একই সাথে তার মা গুরুতর আহত হয়েছে। মর্মান্তিক দূর্ঘটনাটি গতকাল বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা ভোমরা সড়কে মাহমুদপুর ঘটে। নিহত শিশু আলীপুর তালবাড়িয়া মিতুল গাজীর কন্যা ওহিদা সুলতানা (৭), আহত তার মাতা হাফিজা খাতুন। স্থানীয় সূত্রে জানাগেছে, ঐ শিশু তার মায়ের সাথে ভ্যানে যাচ্ছিল। এসময় (ঢাকা মেট্রো-ট-১১-৭৪৮৫) নং একটি ট্রাক পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় এতে ঘটনা স্থানে শিশুর করুন মৃত্যু হয়। তার মাকে উদ্ধার করে সামেক হাসপাতালে ভর্তি করে। এঘটনায় স্থানীয়রা মুহুর্তের মধ্যে ঐ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি মো: মহিদুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। শিশুর লাশ সুরাত হালের প্রস্তুতি চলছে। এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।