স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় ১ ভ্যান চালকের করুন মৃত্যু হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনাটি গতকাল সকাল ৬ টায় শহরের অদূরে বিনের পোতা মাছ বাজার এলাকায় ঘটে।নিহত বিনের পোতা এলাকার রূপচাঁদ গাজী পুএ ভ্যানচালক মোঃ রুহুল কুদ্দুস (৬৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, রুহুল কুদ্দুস সকালে মাছ বাজারের সংলগ্ন ভ্যানের উপরে বসা ছিল। কোন কিছু বুঝে ওঠার আগে খুলনা থেকে ছেড়ে আসা একটি দ্রুত গামী ট্রাক ভ্যান সহ তাকে সজোরে ধাক্কা মারে। এ সময় ভ্যান থেকে ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। তবে ঘাতক ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যায়। সদর থানার ওসি মোঃ মহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশের সুরত হাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।