স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ৬০০ পিচ ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। আটক মাদক ব্যবসায়ী রাঙ্গা মাটি জেলার কাপ্তাই থানার নুনছড়ি মঈন পাড়া এলাকার হেন্দুলাল তনচাংগ্যার পুত্র পুরনজিৎ তনচাংগ্যা (৫০)। জেলা গোয়েন্দা পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশে একটি চৌকস টিম ভোর রাতে শহরের খুলনা রোড মোড়স্থ ট্রাফিক বক্সের সামনে থেকে তাকে আটক পূর্বক তলাশি করে ৬০০ পিচ ইয়াবা উদ্ধার করে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা পূর্বক আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। ডিবি ওসি আরো বলেন, সাতক্ষীরা জেলায় মাদক, চোরা কারবারী জঙ্গীবাদ ও নাশকতা প্রতিরোধে ডিবি পুলিশ কঠোর থাকবেন।