স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে ৬৫ পিচ ফেনসিডিল সহ আসামী ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে সাতক্ষীরা উপজেলার সদরের ভোমরা গ্রামের মৃত পরিতোষ দাসের পুত্র মাদক ব্যবসায়ী অমল কুমার দাস (৩৫)। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০ টায় ডিবি পুলিশ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতক্ষীরা সদরের ভোমরা এলাকার জনৈক অমল কুমার দাসের বসতবাড়ির পাশে ভোমরা টু পদ্মশাখরা গামী পাকা রাস্তার উপর থেকে ৬৫ পিচ মাদকদ্রব্য ফেনসিডিল সহ আসামী আল আমিনকে আটক করা হয়। আসামীর বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ তারেক ফয়সাল ইবনে আজিজ এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি অবৈধ মাদক অস্ত্র উদ্ধারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।