স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবির পৃথক সফল অভিযানে ভারতীয় ১০৩ বোতল ফেনসিডিল ও ২ কেজি ২৫০ গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর গ্রামের মৃত আফসার গাজীর পুত্র বাদল গাজী(৫১),ও ভোমরা লক্ষীদাড়ী গ্রামের মোঃ সামছুর রহমানের পুত্র মোঃ আসিফ হোসেন(১৭)।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম গতকাল রাতে শিবপুর এলাকায় অভিযান চালিয়ে আসামী মোঃ বাদল গাজীর বসতঘরের মধ্য হতে ১০৩ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ তাকে আটক করে। অপর অভিযানে ঐ রাত্র সাড়ে ৮ টায় সদরের ভোমরা রাধুনী হাউজ এ্যান্ড রেস্টুরেন্টৈর সামনে পাকা রাস্তার উপর থেকে ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা সহ আসামী মোঃ আসিফ হোসেন কে আটক করে। জেলা গোয়েন্দা পুলিশ ডিবির (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, সাতক্ষীরা সদর থানার বিভিন্ন এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও বিশেষ অভিযান পরিচালনা সময় আসামীদের আটক করা হয়। তারা দীর্ঘ দিন মাদক সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।তিনি আরো জানান, জেলায় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা গোয়েন্দা পুলিশ কাজ করে যাচ্ছে। আসামীদের বিরুদ্ধে সদর থানায় পৃথক মামলা পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।