স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ৫৫ বোতল ফেনসিডিল সহ আটক ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত কালীগঞ্জ উপজেলার খামারপাড়া গ্রামের মৃত মজিদ আলীর পুত্র আসাদুর রহমান খোকন (৪৮)। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে ৯ টায় ৪০ মিনিটে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ ভাড়াশিমলা টু খামারপাড়া গামী কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে ৫৫ বোতল পেন্সিল সহ আসাদুর কে আটক করে। জেলা ডিবি পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে কালিগঞ্জ থানায় একটি মাদক মামলা পূর্বক আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।