স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক তালা শ্রীমন্তকয়টি গ্রামের মোঃ মিরাজ আলীর পুত্র ও শহরের রাজার বাগান সাকার মোড় বক্কর মাস্টারের বাড়ির ভাড়াটিয়া আসামী মোঃ শওকত আলী সরদার(৩৬)। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি পুলিশ একটি টিম রবিবার রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতক্ষীরা সরকারী কলেজ রোড টু পুরাতন সাতক্ষীরা হাটখোলা গামী রোডস্থ সরকারী কলেজ মাঠের পশ্চিম পার্শে স্কেন্দার সরদারের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ১০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আসামি কে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি অবৈধ মাদক অস্ত্র উদ্ধারে ডিবি পুলিশের অভিযান অভ্যতা থাকবে।