স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে ১৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে কলারোয়া উপজেলার কয়লা গ্রামের মোঃ সিদ্দিক মোল্লার পুত্র মাদক ব্যবসায়ী মোঃ মন্টু মোল্লা (২৩)। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি পুলিশ একটি টিম সোমবার রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদরের ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উত্তর পাশে এ.ডি.জি জুয়েলার্সের সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে ১৩০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আসামী মন্টু কে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি অবৈধ মাদক অস্ত্র উদ্ধারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।