স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় বেড়ে চলেছে ডেঙ্গু। রাত পার হলে নতুন ব্যক্তিদের নাম ডেঙ্গুর ডায়রিতে যুক্ত হচ্ছে। মারাত্মক আকার ধারন করায় অনেকে না ফেরার দেশে পাড়ি জমাচ্ছেন। জেলার ডেঙ্গু শুরু থেকে গতকাল ছিল শনাক্ত হার উর্দ্ধমুখী। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুর প্রকোপ ১ জনের মৃত্যু সহ শনাক্ত হয়েছে ২৯ জনের। এনিয়ে জেলায় ডেঙ্গুর শনাক্ত সংখ্যা দাড়ালো ৫২০ জন। মৃত্যু হয়েছে ৬ জন। তবে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরো ৬১ জন। মৃত্যু ব্যক্তি হলেন শ্যামনগর আটুলিয়া হাওয়ালভাঙ্গী গ্রামের মানিক গাইনের পুত্র আবুল কালাম (৪৫)। মৃত্যের পরিবার সূত্রে জানাগেছে, সোমবার প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে কালাম সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়। সাতক্ষীরা সাধারন মানুষ ও জানান ডেঙ্গুর শুরু থেকে জেলায় প্রতিরোধ কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এজন্য দিন দিন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ডেঙ্গু শুধু ঢাকা অবস্থানকারীদের মধ্যে সীমাবদ্ধ নয়। এখন জেলার সর্বত্র ছড়িয়ে পড়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রনে জনসচেতনতার কোন বিকল্প নেই।