স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় কোন ভাবে নিয়ন্ত্রন করা যাচ্ছে না ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। দিন পার হলে নতুন নতুন ব্যক্তিদের নাম ডেঙ্গুর ডায়রিতে যুক্ত হচ্ছে। এবার ডেঙ্গুর সনাক্ত বাড়লেও কার্যকর কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। এ অবস্থা বিদ্যমান থাকলে সাতক্ষীরায় ডেঙ্গু ভয়াবহ রুপ নিতে পারে। ডেঙ্গু নিয়ন্ত্রন করতে হলে জনসচেতনতার কোন বিকল্প নেই। গত ২৪ ঘন্টায় জেলায় আরো ১২ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৪০ জন। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এখন চিকিৎসাধীন আছেন ৪৭ জন। রেকর্ড করা হয়েছে ৩১ জনের। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।