স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ও কন্যাকে কুপিয়ে জখম। সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শহরের পুরাতন সাতক্ষীরা বসতিপাড়া এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক কাজী নাসির উদ্দিন। এজাহার সূত্রে জানাগেছে, পুরাতন সাতক্ষীরা বসতিপাড়া এলাকায় রবিউল ইসলাম, ফজলু হক, বজলুর রহমান, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ রোকন, মোঃ সিদ্দিক, আলমগীর, শিরিনা, শহিদুল ইসলাম তারা এলাকার লাঠিয়ান বাহিনী হিসাবে পরিচিত। এক দলীয় গুন্ডা প্রকৃতির হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়না। তাদের বাড়িতে জমে থাকা পানি জোর পূর্বক আমার বাড়ির মধ্যে প্রবেশ করানোর বিষয়ে প্রতিবাদ করলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গতকাল বিকাল সাড়ে ৫টায় আসামীরা ঐক্যবদ্ধ হয়ে লোহার রড দা, শাবল, কোদাল, বাশের লাঠি নিয়ে বে আইনী ভাবে বাড়ির সামনে আসিয়া অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় কন্যা হাবিবা নাছরিন নিপা প্রতিবাদ করলে তাকে কুপিয়ে গুরুত্বর জখম করে। এসময় তার কাছে থাকা মোবাইল ফোন, গলায় সোনার চেইন ও হাতের আংটি টেনে হিচড়ে নিয়ে যায়। আমি বীর মুক্তিযোদ্ধা কাজী নাছির ও স্ত্রী ফিরোজা বেগম ঠেকাতে গেলে আমাদেরও মারপিট করে জখম করে। এসময় হাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তারা রিতিমত হুমকি দিয়ে চলে যায়। এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি স ম কাইয়ুম দৃষ্টিপাতকে জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। বর্তমানে আমরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছি। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ সুপার সহ সংশ্লিস্ট কর্তৃপক্ষ হস্তক্ষেপ কমান করেছেন।