স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়ালেন সেঞ্চরী একাডেমির হাসিমুখ। কনকনে শীতে নাকাল জনজীবন। নিম্ন আয়ের মানুষের বিড়ম্বনার যেন শেষ নেই। উষ্ণতার পরশ নিয়ে দুস্থ অসহায় মাদ্রাসার ইয়াতিম শিক্ষার্থী ও কিছু অস্বচ্ছল ব্যক্তিদের পাশে দাড়ালেন সেঞ্চরী একাডেমি। গতকাল বেলা ১১টায় সদর উপজেলার লাবসা নলকুড়া গ্রামের কাসেমুল উলুম মাদ্রাসা ও ইয়াতিম খানার ১০ জন শিক্ষার্থী সহ পর্যায়ক্রমে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারীদের মাঝে শীতবস্ত্র হাসিমুখ বিতরন করা হয়। সাতক্ষীরা সেঞ্চরী একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক শেখ এজাজ আহমেদ স্বপন দৃষ্টিপাতকে জানান ২০০০ সাল থেকে সেঞ্চরী একাডেমী মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আমাদের সম্মিলিত ছোট ছোট চেষ্টা সুফল অসহায় মানুষের মাঝে প্রদান করা হচ্ছে। সরকারি বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা হাসিমুখ ইভেন্টে শীতবস্ত্র প্রদান করা হচ্ছে। তিনি সমাজের বিত্তবানদের মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান।