স্টাফ রিপোর্টার- সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ অসহায় মানুষের মাঝে নতুন পোশাক বিতরন করেছেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। গতকাল সকাল সাড়ে ৯টায় শহরের সুলতানপুরস্থ ভারপ্রাপ্ত মেয়রের নিজস্ব কার্যালয় দূস্থ অসহায় মানুষের মাঝে শাড়ী, লুঙ্গী, পাঞ্জাবী ও ঈদ সামগ্রী বিতরন কালে পৌরসভায় ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান বলেন, আমাদের মাঝে পবিত্র ঈদুল ফিতর আগত। ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। ঈদের খুশি দুস্থ অসহায় মানুষের সাথে ভাগ করে নিতে পোশাক বিতরন করা হচ্ছে। সুবিধাভোগীরা ঈদ সামগ্রী পেয়ে খুশি হন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর অনিমা রানী মন্ডল, কাজী ফারুক হাসান, মোসলেমা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাহমুদ হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।