সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের ১যুগ পূর্তি উপলক্ষ্যে বিশেষ সংখ্যা প্রকাশ ও প্রকাশনায় প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় আমার সংবাদের জেলা প্রতিনিধির কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। সভায় আমার সংবাদের জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীনের সভাপতিত্বে দেবহাটা উপজেলা প্রতিনিধি এমএ মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক আমার সংবাদের কলারোয়া উপজেলা প্রতিনিধি তাজউদ্দীন আহমদ রিপন, তালা উপজেলা প্রতিনিধি সেকেন্দার আবু জাফর বাবু, শ্যামনগর উপজেলা প্রতিনিধি আশিকুজ্জামান লিমন, আশাশুনি উপজেলা প্রতিনিধি নূর আলম। অনুষ্ঠানে জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীন বলেন, সম্পাদক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ মে দৈনিক আমার সংবাদের ১যুগ পূর্তি উপলক্ষ্যে বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। উক্ত সংখ্যায় সকল উপজেলা প্রতিনিধিদের শুভেচ্ছা বিজ্ঞাপন ও এক্সক্লুসিভ সংবাদ প্রকাশ এবং উন্নয়নমূলক সচিত্র প্রতিবেদন তুলে ধরার জন্য তিনি গুরুত্বারোপ করেন। এসময় সকল উপজেলা প্রতিনিধিগন বিশেষ সংখ্যা প্রকাশের বিষয়ে শুভেচ্ছা বিজ্ঞাপন ও এক্সক্লুসিভ সংবাদ প্রকাশের বিষয়ে সকল সহযোগীতার জন্য আশাবাদ ব্যক্ত করেন।-প্রেস বিজ্ঞপ্তি