স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় দৈনিক পত্রদূতের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল সন্ধ্যায় পত্রদূতের অফিসে পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেজুতির সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, কালের চিত্রের সম্পাদক সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন। বক্তারা বলেন, পত্রদূতের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বীর মুক্তিযোদ্ধা স,ম আলাউদ্দীন। তিনি সাতক্ষীরার উন্নয়নে অনেক অবদান রেখেছেন। পত্রদূত সত্য সংবাদ পরিবেশন করে যাচ্ছে। আমরা পত্রদূতের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডাঃ সুব্রত ঘোষ, আশাশুনি উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শম্ভুজীত মন্ডল, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, সাতক্ষীরা মহিলা পরিষদের সভাপতি জ্যোৎস্না দত্ত, উদীচীর সভাপতি সিদ্দিকুর রহমান, মুক্ত স্বাধীন সম্পাদক আবুল কালাম, সাতক্ষীরা সংবাদের সম্পাদক শাহ আলম, সাংবাদিক আব্দুল বারী, আবুল কাশেম, এসএম মহিদার রহমান, আহসানুর রহমান রাজিব, রবিউল ইসলাম, জিলুর রহমান প্রমুখ। এছাড়া পত্রদূতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অতিথিদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রদূতের উপদেষ্টা সম্পাদক এড. আবুল কালাম আজাদ।