মীর আবুবকর \ সাতক্ষীরায় আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে কর্মসূচি প্রণয়ন ও দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বেলা ১২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির সভাপতির বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজানের বাজার মূল্য সহনশীল রাখতে প্রশাসন নজরদারিতে রাখবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মজুদ রেখে দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রমজানের পবিত্রতা রক্ষার্থে জেলার সিনেমা হল বন্ধ থাকবে। হোটেল রেস্তোরাঁ পচা-বাসি রাখা যাবে না। পাশাপাশি বিভিন্ন রংমিস্ত্রিত খাদ্যপণ্য তৈরি থেকে বিরত থাকতে হবে। ব্যবসায়ীদের দোকানে রেট চার্ট ঝুলিয়ে রাখতে হবে। বর্তমান মূল্যর পণ্য সামগ্রী বিক্রয় চেষ্টা করবেন প্রয়োজন হলে মূল্য কমাবেন, তবে বৃদ্ধি করবেন না। তিনি আরো বলেন, সরকার কর্তৃক সকল নিয়ম-নীতি মেনে ব্যবসা করতে হবে। নিয়ম বহির্ভূত ভাবে চলার চেষ্টা করলেই রীতিমতো মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সকলের সরকারি নিয়ম নীতি মেনে চলা অপরিহার্য। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, অতিঃ জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, ইসলামিক ফাউন্ডেশনের ডিডি আবুল কালাম আজাদ, ডাঃ জয়ন্ত সরকার, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, পৌরসভার প্যানেল মেয়র মিলন হোসেন, কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী বাদশা, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি শাহ আলম, মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ অলিউর রহমান, সহ বিভিন্ন ব্যবসায়ী প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।