স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ধর্মীয় ভাব গাম্ভীর্য আর যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ধর্মপ্রাণ মুসলমানদের ১ মাস সিয়াম সাধনার পর আসে পবিত্র ঈদুল ফিতর। এটি মুসলিম স¤প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হওয়ার, উসবমূখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। মহামারী করোনার প্রভাব বিগত কয়েক বছর উৎসবমূখর পরিবেশে পবিত্র ঈদ উদযাপন করতে না পারলেও এবার আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এবার বৈশাখ মাসে ঈদ হলেও আবহাওয়া অনুকূলে থাকায় সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত ঈদগাহ অনুষ্ঠিত হয়েছে। তবে ঈদগাহ বা উন্মুক্ত স্থান না থাকায় বহু মসজিদে ঈদের জামাত আদায় করেছে মুসলিরা। গত শনিবার পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা মুনজিতপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা মাসজিদে কুবা কমপ্লেক্সে ঈদের জামাত সকাল ৭টা ৪৫ মিঃ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা স্টেডিয়ামে সকাল ৭টা ৪৫ মিঃ, কালেক্টরেট জামে মসজিদ সকাল ৭টায়, পুলিশ লাইনস ময়দান সকাল ৮টা ১৫ মিনিট, শহরের গুড় পুকুর ঈদগাহ ময়দান সকাল ৬টায় ৪৫ মি:, শহর সহ জেলার বিভিন্ন স্থানে যথাসময়ে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। জামাতের পূর্বে মুসলিরা দলে দলে ঈদগাহ বা মসজিদে উপস্থিত হন। কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম), অতি: জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতি: জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, কেন্দ্রীয় ঈদগাহের সাধারন সম্পাদক নাজমুল হক বকুল, শেখ নিজামউদ্দীন, রোজ বাবু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা। ইমাম সাহেব পবিত্র মাহে রমজানের ফজিলত সহ বিস্তারিত আলোচনা করেন। জামাত শেষে দেশ ও জাতির কল্যান ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।