মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন

সাতক্ষীরায় ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ জনকে জরিমানা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

মীর আবুবকর \ সাতক্ষীরায় ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা সদর সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুমনা আইরিন এ জরিমানা আদায় করেন। জানা গেছে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক ও নবারুন স্কুলে মোড়ে কতিপয় ব্যক্তি প্রকাশ্য ধূমপান করছিল। বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা অবগত হলে তার নির্দেশনায় সদর সহকারী কমিশনার ভূমি সুমনা আইরিন সরজমিনে গিয়ে ভ্রাম্যমাণ আদালতে ঐ ৪ ব্যক্তি কে ১ হাজার ৮শ টাকা জরিমানা করেন। উপস্থিত ছিলেন মৌমাছির নির্বাহী পরিচালক সুশান্ত মলি­ক, এইড ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা কাজী মোহাম্মদ হাসিবুল হক, সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। উপজেলা প্রশাসনের উদ্যোগে জনস্বার্থে তামাক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com