স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে নকল দুধ তৈরির উপকরণসহ ২ ভাইকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের হাবাসপুর গ্রামের অশোক কুমার ঘোষের পুএ কোমল ঘোষ ও দিলীপ ঘোষ।রোববার বেলা সাড়ে ১১ টায় পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে বলেন, সদরের হাবাসপুর কোমল ঘোষের বাড়ীতে ভেজাল দুধ তৈরির হচ্ছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শনিবার রাতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় দুধের কারখানার মধ্যে ভেজাল দুধ তৈরির বিভিন্ন উপকরণ ২৬০ লিটার ভেজাল দুধ, ১২ লিটার সয়াবিন তেল,২০ লিটার ভেজাল ঘি, ১টি ড্রামে ভেজাল ক্রিম, ১টি ভেজাল দুধ তৈরির মেশিন,১টি সাদা রংয়ের ব্রেন্ডার মেশিন সহ নকল দুধ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করে। এবিষয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।