স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় নবজীবনের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল নবজীবনের আয়োজনে নবজীবন অডিটোরিয়ামে নবজীবন কার্যনির্বাহী পরিষদের সভাপতি শামসুল আলম খানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান, জাতীয় মহিলা সংস্থা জেলা চেয়ারম্যান ও নবজীবন কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি জ্যোৎ¯œা আরা, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ওসমান গনি, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, নবজীবন কার্যনির্বাহী পরিষদের সদস্য তৈয়েব হাসান বাবু প্রমুখ। এসময় নবজীবন স্কুল ও পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।