স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় নবাগত পুলিশ সুপার হিসাবে যোগদান করলেন কাজী মনিরুজ্জামান। তিনি গতকাল বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ে দায়িত্বভার গ্রহন করেন। তিনি ইতিপুর্বে ঢাকায় এসবিতে কর্মরত ছিলেন। ঝিনাইদহা কৃতিসন্তান এর পূর্বে ঢাকা, কুমিলা, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলায় সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। ইতিপূর্বে তিনি সাতক্ষীরা সদর সার্কেলের দায়িত্ব পালন কালে আইনশংখলা নিয়ন্ত্রনে প্রশংসনীয় ভূমিকা রেখেছিল। গতকাল সাতক্ষীরায় যোগদান করলে জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এর পূর্বে তিনি সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) কনক কুমার দাশ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান, সদর থানার ওসি সম কাইয়ুম, ডিবির ওসি বাবুল আক্তার, ডিআইওয়ান ডিএসবি সাতক্ষীরা জাহিদ বিন আলম, টিআই শ্যামল চৌধুরী। এছাড়া পুলিশের বিভিন্ন পর্যায়ের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।