স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় নবাগত পুলিশ সুপার হিসাবে যোগদান করেছেন মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। তিনি গতকাল দুপুরে সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এর কাছ থেকে দায়িত্বভার গ্রহন করেন। জানাগেছে, মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার লাউতাড়া গ্রামের বাসিন্দা নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী ২৭তম বিসিএস এর কর্মকর্তা হিসাবে বাংলাদেশ পুলিশের হেডকোয়াটারে এএসপি হিসাবে যোগদান করেন, পরে এএসপি ট্রাফিক এবং পরবর্তীতে ঢাকা ডিএমপির উপ পুলিশ কমিশনার হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন, পরে সরকারী ভাবে মিশনের শেষে পরবর্তীতে রাজশাহী অতি: পুলিশ সুপার হিসাবে যোগদান করেন। পরে এসপি হিসাবে পদোন্নতি পেয়ে টুরিষ্ট পুলিশে যোগদান করেন। পরবর্তীতে ঢাকার এসবিতে কর্মরত থাকা অবস্থায় সাতক্ষীরা পুলিশ সুপার হিসাবে যোগদান করেন।