স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন কর্মসূচির পালিত হয়েছে। “ঐক্য গড়ুন, নারী ও কিশোরীর প্রতি সহিংসতা বন্ধে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা মিডার আয়োজনে ও নাগরিক উদ্যোগের সহযোগিতায় গতকাল বেলা ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মিডার নির্বাহী পরিচালক দুুলাল চন্দ্র দাশের সভাপতিত্ব সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী দাশ, মৃত্তিকা সমাজ উন্নয়নের নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সালাম, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফজাল হোসেন, বিডিইআরএম জেলা সভাপতি দিলিপ দাশ। বক্তারা বলেন, নারী নির্যাতন বন্ধ করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। নারীদেরকে সর্বক্ষেত্রে এগিয়ে নিতে হবে। ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে পারলেই নারীর প্রতি সহিংসতা বন্ধ করা যাবে। এসময় বিভিন্ন এনজিও সংস্থা ও দলিত জনগোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আশ্রয়ের নির্বাহী পরিচালক সরদার গিয়াস উদ্দীন।