স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণের লক্ষ্যে ব্যাংকার-উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্বাবধানে গতকাল সকাল ১০ টায় সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টার লেক ভিউয়ে সোনালী ব্যাংক লিমিটেড খুলনার জেনারেল ম্যানেজার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এস.এম হাসান রেজা। তিনি বলেন, নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে। তবে ব্যাংকের নিয়মনীতি মানতে হবে। ব্যাংক আপনাদের পাশে থাকবে।কেউ খেলাপী করবেন না। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আব্দুস সালাম, সাতক্ষীরা বিসিক উপ-ব্যবস্থাপক গোলাম সাকলাইন, সোনালী ব্যাংক সাতক্ষীরা প্রিন্সিপাল অফিসের ডিজিএম মোঃ শাহ আলম। পরে নারী উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় সাতক্ষীরার সকল ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় করেন সাতক্ষীরা সোনালী ব্যাংকের এজিএম মোঃ মশিয়ার রহমান।