স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় নাশকতা মামলায় বিএনপি জামাতের ৩০ নেতা কর্মীকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। এর মধ্যে সাতক্ষীরা সদর থানায় ২, কালিগঞ্জ থানায় ৩, শ্যামনগর থানায় ৬, তালা থানায় ২, পাটকেলঘাটা থানায় ২, দেবহাটা থানায় ৪, আশাশুনি থানায় ৮, কলারোয়া থানায় ৩ জন। এর মধ্যে ১৭ জন জামাত শিবির কর্মী ও ১৩ জন বিএনপি কর্মী। জেলা পুলিশের বিশেষ শাখার পুলিশ পরিদর্শক ডিআইও-১ শেখ ইয়াছিন আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে সকল থানায় নাশকতার মামলা রয়েছে।