শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

সাতক্ষীরায় নিরাপদ আম সংগ্রহ ও বাজার জাত আনুষ্ঠানিক উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের বেধে দেওয়া নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার বেলা ১২ টায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে শহরের কুখরালী ফুটবল মাঠ সংলগ্ন আম চাষীর মোকছেদ মোড়লের আম বাগান থেকে জেলায় আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমেদ। এসময় উপস্থিত ছিলেন অতিঃ উপপরিচালক ইকবল আহমেদ,সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মনির হোসেনে,উপ-সহকারী কৃষি অফিসার ইয়াসির আরাফাত সহ আমচাষী। সাতক্ষীরার সুস্বাদু আমের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলের স্থান পেয়েছে। ঢাকা সহ সারা দেশে সাতক্ষীরার আমের বেশ কদর রয়েছে। শুধু তাই নয় ইউরোপ সহ বিশ্বের উন্নয়নশীল দেশে সাতক্ষীরা থেকে আম রপ্তানি করা হচ্ছে। সুস্বাদু আমের গুণগত মান ধরে রাখার স্বার্থে জেলা প্রশাসন আগে থেকে আম সংগ্রহের সময় নির্ধারণ করেন। শুধু তাই নয় আমের জাত ভেদে কখন কোন আম গাছ থেকে সংগ্রহের করা যাবে সেটার জন্য আম ক্যালেন্ডার তৈরি করেন। এমনিভাবে আম সংগ্রহ করলে বাজারে সহ দেশের বাহিরে নিরাপদ আম সরবরাহ করা সম্ভব হবে। গতকাল ক্যালেন্ডার অনুযায়ী গোপালভোগ, বোম্বাই, গোপালখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম সংগ্রহ শুরু হয়। এবং আগামী ১১ মে গোবিন্দভোগ, হিমসাগর ২২মে, ২৯ মে ন্যাংড়া, ও ১০ জুন আমরুপালি আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com