স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শহরের উত্তর পশ্চিম কাটিয়া জামে মসজিদ কমিটি ও মুসল্লীদের উদ্যোগে এবং উত্তর পশ্চিম কাটিয়া জামে মসজিদ কমিটির সদস্য বৃন্দ ও এলাকাবাসীর আয়োজনে গতকাল রাতে উত্তর কাটিয়া জামে উলুম মাদ্রাসার মাঠে উত্তর কাটিয়ার বাসিন্দা অবসর প্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মোমিন, নলকুড়া সাতক্ষীরা। দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, শ্যাল্লে মাছখোলা, সাতক্ষীরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কৃষক লীগের সভাপতি ও কাটিয়া মসজিদের সাধাঃ সম্পাদক রাশিদ হাসান চৌধুরী বাবু, আব্দুল গফফার, মাগফুর রহমান ব্যবসায়ী জাকির হোসেন, চাকুরীজীবী আবুল কালাম আজাদ। ঠিকাদার আবুল কালাম আজাদ, মো: জনি, ঈদুল হোসেন, ব্যবসায়ী সোহেল রানা, খাদেমুন ইসলাম, আরিফ হাসান, সভায় বক্তারা কুরআন হাদীসের আলোকে মহান আল্লাহ তায়ালা ও হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে আলোকপাত করা হয়। সভায় পূর্বে পবিত্র কুরআন প্রতিযোগিতা, আজান, গজল প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এসময় স্থানীয় বিপুল সংখ্যক মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে সকল মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কাটিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সিরাজুল ইসলাম।