মীর আবুবকর \ সাতক্ষীরায় দ্রুত গামী পরিবহনের ধাক্কায় সড়কে প্রান হারালো পৌরসভার পানি সরবরাহের ১ কর্মী। মর্মান্তিক দূর্ঘটনাটি গতকাল সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরার বাইপাস সড়কের বকচরা মোড়ে ঘটে। নিহত শহরের মধুমলাহডাঙ্গির বাসিন্দা ছফর আলী গাজীর পুত্র ওলিউলাহ গাজী (৬০)। তিনি দীর্ঘদিন ধরে সাতক্ষীরা পৌরসভার পানির লাইনে কাজ করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওবায়দুলাহ সকালে শ্বশুর বাড়ি থেকে তার ডায়াং মোটর সাইকেলে বাড়ি ফিরছিল। বকচরা বাইপাস সড়ক পার হওয়ার সময় যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামি মামুন পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৪৬৪৫) তাকে চাপা দেয়। এসময় সে পরিবহনের চাকায় পিষ্টে ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যান। তার মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়লে মূহুর্তের মধ্যে নিকটাত্মীয় সহ পরিবারের সদস্যরা সদর হাসপাতালে ছুটে আসেন। তাদের কান্নায় ভারি হয়ে ওঠে পুরো হাসপাতাল এলাকা। সাতক্ষীরা সদর থানার ওসি মোহাম্মদ গোলাম কবির জানান, দুর্ঘটনা কবলিত মামুন পরিবহন জব্দ করা হয়েছে। পরিবহনের চালক ও সুপারভাইজার পালিয়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করে সুরাত হাল শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।