স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বহু পুরাতন কংকাল দেখা মিলেছে। গতকাল বিকাল ৪টায় শহরের রসুলপুর আদাড়ের বেড় সংলগ্ন পুকুর পাড়ে দেখা মেলে। স্থানীয় সূত্রে জানাগেছে ঐ এলাকার কয়েকজন পুকুরে গোসল করার প্রস্তুতি নেই। হঠাৎ পুকুরের পাহাড়ের দিকে লক্ষ্য করলেই দুখানা পায়ের সাদৃশ্য কংকাল দেখতে পাই। পরে নিকটে গিয়ে একটি পরিপূর্ণ কংকালের কথা ছড়িয়ে পড়লে চতুর্দিক থেকে বিপুল সংখ্যক জনতা কংকাল দেখার জন্য ভিড় জমান। পরে স্থানীয় কয়েকজন মাটি দিয়ে কংকাল চাপা দিয়ে দেন। খবর পেয়ে সদর থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর শেখ শফিউদদ্দৌলা সাগর ঘটনা স্থলে উপস্থিত হন। সদর থানার ওসি মো: মহিদুল ইসলাম জানান এটি বহু পুরাতন কবরের কংকাল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই স্থানীয়রা কংকাল টি মাটি চাপা দেন।