স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ২ দিন ব্যাপী কৃষি ঋন মেলা ২০২৩ পুরস্কার বিতরনীর মাধ্যমে সম্পন্ন হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে কৃষি স¤প্রসারন অধিদপ্তরের ব্যবস্থাপনায় গতকাল বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলায় অংশগ্রহণকারী ব্যাংকের কর্মকর্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জেলা কৃষি স¤প্রসারন অধিদপ্তরের ডিডি কৃষিবিদ ড. মো: জামাল উদ্দিন, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের সাতক্ষীরা শাখার মহা ব্যবস্থাপক মো: মশিউর রহমান, আর ডিসি মোহাম্মদ মহিউদ্দীন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: মনির হোসেন, অতি: কৃষি কর্মকর্তা অমল ব্যানার্জী, নিলকন্ঠ সরকার, আনিছুর রহমান সহ জেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও কৃষি স¤প্রসারন অধিদপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। উলেখ্য মেলা থেকে ১৮৩ জন প্রান্তীক কৃষককে ৩ কোটির অধিক ঋণ প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন।