মীর আবু বকর ॥ সাতক্ষীরায় পুলিশে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ চেষ্টায় ১ প্রতারকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। আটক খুলনা জেলার ফুলতলা থানার দাউকোনা গ্রামের মৃত মোসলেম সরদারের পুত্র মোঃ এনামুল হক (৪০)। সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী গতকাল দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেটে মিড দ্য প্রেসে বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি দেওয়া হবে। কোন প্রার্থী ও অভিভাবক যেন প্রতারণার শিকার না হয় সেই লক্ষ্যে মাইকিং সহ বিভিন্নভাবে প্রচার করা হয়েছে। পাশাপাশি জেলা গোয়েন্দা পুলিশ সর্বদা তৎপর ছিল। প্রতারক চক্র প্লান করে যাদের রেজাল্ট ভালো তাকেই সনাক্ত করে। তাদের পরিবারে কাছ থেকে অবৈধভাবে অর্থ গ্রহণের চেষ্টা করে। তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতি বার অতিঃ পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম তত্তাবধানে ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম পাটকেলঘাটা থানার তৈলকুপি এলাকায় অভিযান চালিয়ে আসামি এনামুল হক কে আটক করে। সে জনৈক ফিরোজা বেগমের ছেলে মোঃ ইয়াছিন আলীর পুলিশ বাহিনীতে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে ১৪ লক্ষ টাকা দাবি করে। এই মর্মে ইয়াসিন আলীর স্বাক্ষরিত ১০০ টাকার মূল্যের তিনটি স্ট্যাম্প তার এডমিট কার্ড ও ফিরোজা স্বাক্ষর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এবং ডাচ বাংলা ব্যাংক চেক গ্রহণ করে। আসামি সংঘবদ্ধ প্রতারক চক্র সদস্য সে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এমন ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছেন। এ বিষয়ে পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে। মিড দ্য প্রেসে উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম তত্তাবধানে ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।