স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় জেলা পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধন হয়েছে পুরাতন সাতক্ষীরা ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে গতকাল রাতে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা চত্ত্বরে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, তিনি বলেন, খেলা শরীর ও মনকে প্রফুল্ল রাখে, মানুষ দিনভর বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকে। রাতে ব্যাডমিন্টন খেলার মাধ্যমে তৃপ্তি পান। এখানের খেলার একটি সুনাম রয়েছে। এধারা অব্যাহত রাখতে হবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, অতি: পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: আমিনুর রহমান, অতি: পুলিশ সুপার ডিএসবি মো: আতিকুল ইসলাম, সদর থানার ওসি মো: মহিদুল ইসলাম, টিআই শ্যামল কুমার, ডিআইওঅন শেখ ইয়াছিন আলম চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।